মেদিনীপুর : আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সোমবার ৯ তারিখ রাত ৯ বেজে ৯ মিনিটে নীরবতা পালনের মধ্য দিয়ে ৯৯ মিনিটের প্রতিবাদ কর্মসুচি পালন করলো মেদিনীপুরের প্রতিবাদীরা। প্রসঙ্গত, ৯ আগস্ট ২০২৪ এ ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা। আর তাই ঘটনার ঠিক এক মাসের মাথায় সোমবার ৯ সেপ্টেম্বর মেদিনীপুরবাসী পালন করলো এই অভিনব প্রতিবাদ কর্মসুচি।
মেদিনীপুর শহরের স্টেশন রোডে এক্সেস ব্যাংকে নিকটে পালিত হয় এই কর্মসুচি। আর জি কর হাসপাতলে ঘটে যাওয়া ঘটনার কাল্পনিক চিত্র পুনর নির্মাণ করলেন প্রতিবাদীরা। একটি নাটকের মাধ্যমে আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার কাল্পনিক চিত্র তুলে ধরলেন তারা। মেদিনীপুর শহরের স্টেশন রোড সংলগ্ন মিনি মার্কেট এলাকায় রাস্তার ওপর এই কর্মসূচি সংঘটিত হয়। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। এই কর্মসূচিতে যোগদান করেন শতাধিক প্রতিবাদীরা।