ব্যারাকপুর: সাইবার ক্রাইমের দ্বারা প্রতারিত এক ব্যক্তির ৪৮ লক্ষ টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দেওয়া হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। গত ২ জুলাই সাইবার প্রতারণার ফাঁদে পড়েন ব্যারাকপুর তাল বাগান এলাকার বাসিন্দা সুরজ দত্ত। এই দিন মুম্বাই থেকে একটি ভিডিও কল আসে এই ব্যক্তির কাছে সেখানে তাকে বলা হয় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে যার জেরে তার নামে ওয়ারেন্ট বের হয়েছে সুপ্রিম কোর্ট থেকে।
বিষয়টি বিশ্বাস যোগ্য করার জন্য তাকে ভিডিও কলে এক ব্যক্তির সাথে কথা পর্যন্ত বলানো হয়। যিনি আই পি এস অফিসার পরিচয় দিয়ে সুরজ দত্তর সাথে কথা বলে টাকা দাবি করেন। এমন কি তাকে আর বি আই এর একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে তাতে ৪৮ লক্ষ টাকা জমা করতে বলা হয় আর সেই অর্থ আগামী তিন দিনের মধ্যে ফেরত দেওয়ার কথাও জানান হয়। কিন্তু সেই অর্থ ট্রান্সফার করার পর সুরজ দত্তর মনে হয় তিনি প্রতারিত হয়েছেন।
সঙ্গে সঙ্গে তিনি টিটাগর থানায় অভিযোগ দায়ের করেন। এহেন অভিযোগ পেয়ে পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে এবং যে অ্যাকান্ট টিতে টাকা দেওয়া হয়েছিল সেটি খোঁজ করে সফলতা পায় পুলিশ। অবশেষে খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজরিয়া প্রতারিত ব্যক্তির হাতে তার খোয়া যাওয়া ৪৮ লক্ষ টাকা তুলে দেন। সেই সঙ্গে সমস্ত মানুষকে এই ধরনের ফেক কলের ফাঁদে না পড়ার পরামর্শ দেন।