Monday, December 23, 2024
Homeরাজ্যের খবরআসানসোল পুকুরে গণেশ বিসর্জন বন্ধ, কর্পোরেশনের গাফিলতি ফাঁস!

আসানসোল পুকুরে গণেশ বিসর্জন বন্ধ, কর্পোরেশনের গাফিলতি ফাঁস!

আসানসোল: গণেশ চতুর্থীর পুজো হল দেশজুড়ে ঘটনাটি ঘটলেও আসানসোলের তালপুকুরিয়া দুর্গা পুকুরে গণেশ বিসর্জন করতে না পারায় স্থানীয় মানুষের মধ্যে গভীর ক্ষোভ রয়েছে। ময়লার কারণে গণেশ পূজা কমিটিকে প্রতিমা বিসর্জন না করেই ফিরিয়ে নিতে হয়েছে, যার জেরে প্রশ্ন উঠছে নিগমের গাফিলতি নিয়ে।পুকুরের বেহাল দশায় বিসর্জন বন্ধ : পুজো কমিটির লোকজন গণেশের মূর্তি নিয়ে পুকুরে পৌঁছলে সেখানে ময়লার স্তূপ দেখে প্রতিমা বিসর্জন করা সম্ভব হয়নি।
ফিরিয়ে নিতে হয়েছিল। কর্পোরেশনের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনতা টুলু রাজাক আর শুক্লা রাজক জাস।কথিত আছে প্রতিবছর এই পুকুরে পূজার প্রতিমা বিসর্জন করা হলেও এবার পরিচ্ছন্নতার কোন খেয়াল রাখেনি কর্পোরেশন। মিউনিসিপ্যাল কর্পোরেশনের পরিচ্ছন্নতা সংক্রান্ত লম্বা দাবী মিথ্যা প্রমাণিত হচ্ছে। মানুষ বলে যে এই পুকুর পরিষ্কার রাখা খুবই জরুরি, কারণ এখানে অনেক বড় পূজা কমিটির বিসর্জন হয়।
কর্পোরেশনের প্রতিক্রিয়া: এই বিষয়ে আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায় বলেছেন যে সমস্ত পুকুর পরিষ্কারের কাজ শীঘ্রই শুরু হবে। তিনি বলেন, দুর্গাপূজা ও কালীপূজা ঘনিয়ে আসছে, তাই সব পুকুর পরিষ্কার করা হবে। মেয়র আরও বলেন, জনসাধারণকেও সতর্ক থাকতে হবে এবং বাড়ির আবর্জনা পুকুর বা ড্রেনে না ফেলতে হবে।
ময়লা-আবর্জনায় নিমজ্জিত পুকুর প্রশাসনের নীরবতা : তালপুকুরিয়া দুর্গা পুকুরটি অবিলম্বে পরিষ্কার করার দাবি জানিয়েছেন, ভবিষ্যতে যাতে বিসর্জনের এ ধরনের সমস্যা না হয়। এই ঘটনাটি পৌর কর্পোরেশনের জন্য একটি বিব্রতকর এবং সাধারণ জনগণ এটিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে।গভীর ক্ষোভ আছে। ময়লার কারণে গণেশ পূজা কমিটিকে বিসর্জন না করেই প্রতিমা ফিরিয়ে নিতে হয়েছে, যার জেরে প্রশ্ন উঠছে নিগমের গাফিলতি নিয়ে।
পুকুরের বেহাল দশায় বিসর্জন বন্ধ : পুজো কমিটির লোকজন গণেশের মূর্তি নিয়ে পুকুরে পৌঁছলে সেখানে ময়লার স্তূপ দেখে প্রতিমা বিসর্জন করা সম্ভব হয়নি। দুর্গা পুকুরের অবস্থা খুবই খারাপ হওয়ায় বিসর্জনের জন্য আসা ভক্তদের হতাশ হয়ে প্রতিমা ফিরিয়ে নিতে হয়েছে। কর্পোরেশনের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন টুলু রাজাক, শুক্লা রাজাকের মতো স্থানীয়রা।
এলাকাবাসীর ক্ষোভ: স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই এই পুকুরে পুজোর প্রতিমা বিসর্জন করা হলেও এবার পরিচ্ছন্নতার কোনও খেয়াল রাখেনি কর্পোরেশন। পৌর কর্পোরেশনের পরিচ্ছন্নতা সংক্রান্ত
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments