Monday, December 23, 2024
Homeজেলার খবরইসলামপুর গর্ভমেন্ট পলিটেকনিক কলেজের পক্ষ থেকে আজ ভূমি সহায়ক আমিন কোর্সের শুভ...

ইসলামপুর গর্ভমেন্ট পলিটেকনিক কলেজের পক্ষ থেকে আজ ভূমি সহায়ক আমিন কোর্সের শুভ উদ্বোধন হলো

ইসলামপুর  : জেলার ছাত্রছাত্রীরা আরও বেশি স্বনির্ভর ও স্কিল্ড ট্রেনিং নিতে পারে যার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ইসলামপুর  গভমেন্ট পলিটেকনিক কলেজের পক্ষ থেকে আজ  ভূমি সহায়ক আমিন কোর্সের শুভ উদ্বোধন হলো।
উপস্থিত ছিলেন  মহকুমা শাসক আব্দুল সাঈদ, গৌতম নন্দী ইসলামপুর পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, ইসলামপুর বিডিও দীপান্বিতা বর্মন সহ ইসলামপুর গভমেন্ট পলিটেকনিক কলেজের শিক্ষক ও শিক্ষা কর্মীরা। গভমেন্ট পলিটেকনিক কলেজে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গৌতম নন্দী বলেন জেলার ছাত্রছাত্রীরা যাতে আরো বেশি স্কিল ট্রেনিং পায় ও স্বনির্ভর হয় তার জন্য এই উদ্যোগ। তিনি আরো বলেন আমিন কোর্সের শুভ উদ্বোধন হলো আজ।
  মূলত যারা পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেনি তাদেরকে স্ক্রিল ট্রেনিং করে তারা যাতে স্বনির্ভর হতে পারেন তারই উদ্যোগ।এই কোর্সের শেষে একটি সার্টিফিকেট প্রদান করা হবে‌‌।ইসলামপুরের মহকুমার মহকুমা শাসক আব্দুল সাঈদ বলেন প্রায় 40 এর মতন ছাত্র-ছাত্রী এই কোর্সে ভর্তি হয়েছেন । তিনি আরো বলেন ভালো করে এই কোর্সটা কমপ্লিট করুন এবং স্বনির্ভর হয়ে উঠুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments