নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাতের বিষ্ণুপুরে মশাল মিছিল । আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সোমবার রাতের বিষ্ণুপুরে গড়দরজা বিবেকানন্দ মূর্তি সংলগ্ন এলাকা থেকে এলাকার পুরুষ ও মহিলারা মশাল হাতে মিছিল করলেন বিষ্ণুপুর রসিকগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত।
আন্দোলনকারীদের হাতে ছিল মশাল, দেশের জাতীয় পতাকা এবং প্লাকার্ড। প্রত্যেকের গলায় একটাই সুর জাস্টিস ফর আর জি কর। আরজি করে তরুণীর চিকিৎসক খুনের ঘটনায় দোষীদের অতি দ্রুততার সাথে চিহ্নিত করে তাদের কঠোরতম শাস্তি দিতে হবে। যতদিন না দোষীরা শাস্তি পাবে ততদিন আন্দোলন চলবে দাবি আন্দোলনকারীদের