বালুরঘাট: সংস্কৃতি থেকে শিল্পত্র সবেরই আঁতুড় দক্ষিণ দিনাজপুর জেলা সেটা আরো একবার প্রমাণিত হলো। পুজো প্রস্তুতি নিয়ে শহর জুড়ে ক্যামেরা ঘুরছে তারিই ফাঁকে বালুরঘাটের ঘোষ পাড়ায় ক্যামেরায় ধরা পড়ল এক ভিন্ন রকম ছবি। নিজে হাতে দুর্গা মূর্তি বানিয়ে পুজো কলেজ পড়ুয়ার। মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ প্রীতমার।
হ্যাঁ একদমই তাই, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঘোষ পাড়া এলাকায় কলেজ পড়ুয়া রোহন ঘোষ নিজে হাতে দুর্গা প্রতিমা বানিয়ে পুজো করে আসছে। বালুরঘাট কলেজের পড়ুয়া রোহন। উল্লেখ্য নিজের ইচ্ছে থেকেই রোহন প্রতিমা বানিয়ে পুজো করছে। ক্লাস সেভেন থেকে নিজে হাতে প্রতিমা বানিয়ে আসছে। হাতে গুনে আর মাত্র কোটা দিন উমা আসছে তার বাপের বাড়ী এমত অবস্থায় রীতিমত তোড়জোড় এখন সারা রাজ্য জুড়ে।
একই ছবি দক্ষিণ দিনাজপুর জেলাটেও। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ঘোষ পাড়া এলাকায় বাড়ি রোহন ঘোষএর। সে কলেজ পড়ুয়া! জানাজায় যখন ক্লাস সেভেনে পড়তো রোহন সেই সময় থেকে প্রতিমা বানাচ্ছে। ছোট থেকেই ইচ্ছে ছিল প্রতিমা বানানোর। ধীরে ধীরে সেই দিকে এগোতে থাকে রোহন।সঙ্গে ছিল আরো দুই বন্ধু, তাদের কে নিয়ে প্রতিমা বানাতো রোহন তবে এখন ছবিটা খানিক পাল্টে গেছে, পড়াশোনার চাপে বাকি দুই বন্ধু এখন আর সঙ্গ দিতে পারে না!।
একাই হাতে বানাচ্ছে রোহন। দিন রাত এক করে মা মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে সাঁঝছেন। সময় খুব কম কোটা দিন পরেই দুর্গ পুজো,যুদ্ধ কালীন তৎপরতার সঙ্গে কাজ করছে রোহন। তবে জানাজায় সামনেই কলেজের পরীক্ষা রহনের। পড়াশোনার মাঝে বানাতে হচ্ছে প্রতিমা। বাবা মার সাহায্যে প্রীতমা বানাচ্ছে। এই পুজো কে কেন্দ্র করে পাড়ায় এক চরম উত্তেজনা লক্ষ করা যায়।