Tuesday, December 17, 2024
Homeরাজ্যের খবরআর জি কর মেডিকেল কলেজে ধর্ষণ হত্যা কাণ্ডে আজ হাওড়া রূপান্তরিত নারী...

আর জি কর মেডিকেল কলেজে ধর্ষণ হত্যা কাণ্ডে আজ হাওড়া রূপান্তরিত নারী সংগঠনের পক্ষ থেকে

BIG NEWS: ৯ই আগস্ট আরজিকালে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় মহিলা ডাক্তার কে। এরপরে প্রতিবাদ এবং জাস্টিস চেয়ে রাজ্যে শুধু নয় ভিন রাজ্যে, সারা বিশ্বজুড়ে, ছড়িয়ে পড়ে একটাই শব্দ জাস্টিস ফর আরজিকাল তবে এক মাস অতিক্রম। আজ ৯ সেপ্টেম্বর একমাস পূর্ণ হল।
এখনো অভিযুক্তরা অধরা বিচার পাইনি আরজিকালে চিকিৎসা রতো ডাক্তার। তাই হাওড়ার মন্দির তলায় । রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের থেকে ঢিল ছড়া দূরে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ।
৯ তারিখ রাত ন’টায় তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ন মিনিট নীরবতা পালন করার পর। প্রায় দীর্ঘ সময় তারা একটাই স্লোগান জাস্টিস ফর আরজিকাল আজাদী ,হোক কলরব  খুনিদের বিচার চাই, হাল্লা বোল, আইনের কাছে রাজ্যের আইন ব্যবস্থার কাছে তাদের এই প্রশ্ন এখন দেখার বিষয় কবে পাওয়া যায় এই জাস্টিস।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments