শিলিগুড়ি: ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস্ এন্ড স্পোর্টস -এর উদ্যোগে ৬৮ তম স্টেট স্কুল গেমস্ ২০২৪ অনূর্ধ্ব ১৯ বালকদের ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন হল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে। এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব প্রদীপ প্রজল্বন করে শুভ উদ্বোধন করলেন এই টুর্নামেন্টের।
রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে ও রাজ্য বিদ্যালয় ক্রীড়া পর্ষদের উদ্দ্যোগেই মূলত কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আনুষ্ঠানিক সুচনা হলো এই ফুটবল প্রতিযোগিতার।সুচনা পর্বে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব জাতীয় পতাকা ও জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের পতাকা, সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য উত্তলন করেন।
এরপর প্রদীপ প্রজ্জ্বলন রাজ্য সংগীত ও নৃত্যের মধ্যে ৬৮ তম ফুটবলের যাত্রা শুরু হয়।প্রথম দিন সূর্যনগর মিউনিসিপ্যাল গ্রাউন্ডে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বীড়ভূম ও মালদার খেলা দিয়ে শুরু হলো প্রতিযোগিতার।এরপর এক বক্তব্যে মেয়র গৌতম দেব জানান, এই ধরনের প্রতিযোগিতায় গ্রাম বাংলার প্রতিভার বহিঃপ্রকাশ ঘটাবে।