Monday, December 16, 2024
Homeজেলার খবরবাড়ি ফাঁকা পেয়ে কারেন্ট অফ করে ঘরের তালা ভেঙ্গে পরপর পাঁচটি রুমে...

বাড়ি ফাঁকা পেয়ে কারেন্ট অফ করে ঘরের তালা ভেঙ্গে পরপর পাঁচটি রুমে সোনার গহনা ও টাকা নিয়ে চম্পট চোরেরা, চাঞ্চল্য বিষ্ণুপুরের ভালুকা গ্রামে

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : বাড়ি ফাঁকা পেয়ে কারেন্ট অফ করে ঘরের তালা ভেঙ্গে পরপর পাঁচটি রুমে সোনার গহনা ও টাকা নিয়ে চম্পট চোরেরা, চাঞ্চল্য বিষ্ণুপুরের ভালুকা গ্রামে ।
হজ করতে পাড়ি দিলেন বাড়ির মালিক, কারেন্ট অফ করে বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল চোর। হজ করার উদ্যেশ্যে গতকালই বাড়ি থেকে বের হয়েছিলেন পেশায় ব্যবসায়ী সাবির আলি খাঁ। কলকাতা বিমান বন্দরে তাঁকে ছাড়তে যান পরিবারের অন্যান্যরা। বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল চোরের দল। রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ভালুকা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে ভালুকা গ্রামের বেশ অবস্থাপন্ন পরিবার হিসাবেই পরিচিত সাবির আলি খাঁর পরিবার। পেশায় ব্যবসায়ী সাবির আলি খাঁ চলতি বছর হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। পরিবারের অপর নয় জন সদস্য বাড়িতে তালা দিয়ে গতকাল তাঁকে কলকাতা বিমান বন্দরে বিমানে তুলতে যান। আজ সকালে এক প্রতিবেশী ওই বাড়ি থেকে গোরু বের করতে গিয়ে দেখেন সব তালাই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গহনার বাক্স থেকে শুরু করে আলমারির যাবতীয় সামগ্রী। দ্রুত স্থানীয় গ্রামবাসীদের খবর দেওয়ার পাশাপাশি খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। বিষ্ণুপুর থানার পুলিশ গ্রামে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয়দের ধারণা বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নিশ্চিন্তে সর্বস্ব চুরি করে চম্পট দিয়েছে চোরের দল। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবীতে সরব হয়েছেন স্থানীয়রা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments