পশ্চিম বর্ধমান আসানসোল : তিলোত্তমার হত্যার প্রকৃত দোষীদের ধরে শাস্তির ও ফাঁসির দাবিতে আসানসোল কংগ্রেসের পক্ষ থেকে কোট সংলগ্ন ঘড়ি মরে অবস্থান বিক্ষোভে কর্মসূচি।
এবং একমাস অতিক্রম হয়ে যাওয়া তিলোত্তমার ঘটনার প্রকৃত দোষীরা কোথায় সিবিআই জবাব দাও এই স্লোগান তুলে কর্মসূচি করা হয়। এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য নেতা প্রসেনজিৎ পুঁইতন্ডী, শাহ আলম সহ কংগ্রেস কর্মীরা।