টিটাগড়: সাংসদীয় ক্ষেত্রে নাগরিক পরিষেবা নিয়ে টিটাগড়ের টাটা গেটে দলীয় কর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠকে সাংসদ পার্থ ভৌমিকরবিবার সকালে টিটাগড়ের টাটাগেটে তৃনমূল কংগ্রেসে কার্যালয়ে ব্যারাকপুর বিধানসভা এলাকার নেতৃত্বদের নিয়ে একটি ঘরোয়া বৈঠক সারলেন সাংসদ পার্থ ভৌমিক।
মুলত এলাকার সাধারণ মানুষ যাতে সাংসদের পরিষেবা নৈহাটিতে না গিয়ে অতি সহজেই এলাকার পুরসভা এবং স্থানীয় দলীয় কার্যালয় থেকে পান সে ব্যাপারেই এদিনের এই ঘরোয়া বৈঠক। এদিনের ঘরোয়া বৈঠকে সাংসদ ছাড়াও হাজির হাজির ছিলেন টিটাগড়ের পুরপ্রধান কমলেশ সাউ, প্রাক্তন পুরপ্রধান প্রসান্ত চৌধুরী,টিটাগড় শহর
তৃণমূল কংগ্রেসের সভাপতি ওমপ্রকাশ সাউ,টিটাগড় যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি উমেশ বার্মা,কাউন্সিলর বিকাশ সিং সহ একাধিক তৃনমূল নেতৃত্ব। এদিন বৈঠক শেষে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে আগামী দিনে প্রত্যেকটি বিধানসভার ২ টি করে জায়গায় মাসে একদিন করে তিনি বসবেন। আগামী দিনে এই অফিসটি সাংসদ কার্যালয় হবে বলেও তিনি জানান।