পশ্চিম বর্ধমান দুর্গাপুর : আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে নামলো জাতীয় কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী নেতৃত্বে দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড় থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত চলে প্রতিবাদ মিছিল। রবিবার সকাল থেকে চলে এই প্রতিবাদ মিছিল।
কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন ,”অবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং কড়া ব্যবস্থা নিতে হবে। যারা গ্রেপ্তার হয়েছে তাদেরও শাস্তি দিতে দেরি করা হচ্ছে। অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।”