মালদা : মালদার ভুতনি এলাকার মানুষেরা বন্যা জলে বন্দী হয়ে পড়েছে।এই পরিস্থিতিতে কারো ঠাঁই হয়েছে ছাদে কারো ঠাঁই হয়েছে বাড়ির চালে,সরকারি স্কুলে,কেউবা নৌকাতে দিন কাটাচ্ছে। প্রায় ২৫দিন ধরে প্রায় ২লাখ মানুষ জল বন্দি অবস্থায় দিন কাটাচ্ছে!এই অবস্থায় মালদা জেলা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ভূতনি এলাকায় বিভিন্ন ত্রাণ সামগ্রিক নিয়ে হাজির হচ্ছে ।এদিন সকালে এক স্বেচ্ছাসেবী সংগঠন “পরিবর্তন” নামে এর
সদস্যরা প্রায় হাজার জন মানুষের জন্য খাবার নিয়ে ছুটে যায় ভূতনি বন্যা কবলিত এলাকার মানুষের পাশে। তারা চাল, ডাল, তেল,আলু, পেয়াজ, মুড়ি,বিস্কুট,পাউরুটি, জল সহ বিভিন্ন ধরনের খাবার, ওষুধ ও স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন সামগ্রিক নিয়ে অসহায় মানুষে পাশে দাঁড়ায়।পরিবর্তন সংস্থার সদস্যরা জানান–ভূতনি এলাকার বাসিন্দা বন্যা কবলিত এলাকায় জলবন্দী হয়ে সমস্যার মুখে ভুগছেন সাধারণ মানুষ।চলাচলের পথ বলতে একমাত্র নৌকা ভরসা।ভূতনি এলাকায় বেশ কিছু খাওয়ার সামগ্রিক আমরা পৌঁছানোর চেষ্টা করেছি আগামী দিন আরও খাবারের ব্যবস্থা করব বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা।