BIG NEWS DESK: গণেশ চতুর্থী উপলক্ষে মহাপ্রভুপাড়া সহ মহাসাড়ম্বরে শ্রীশ্রী গণেশ আরাধনায় মেতে উঠল শহরবাসী।শনিবার সারা দেশের সঙ্গে নবদ্বীপেও গণেশ চতুর্থী উপলক্ষে শ্রী শ্রী গনেশ বন্দনায় মেতে উঠল আপামর শহরবাসী,এলাকাবাসীর মঙ্গল কামনায় মহাপ্রভুপাড়ার বাসিন্দাদের উদ্যোগে শুরু হয় ১ম বর্ষ শ্রীশ্রী গনেশ আরাধনা,প্রদীপ প্রজ্জলন করে
পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন নবদ্বীপ পৌরসভার ভাইস চেয়ারম্যান শচীন্দ্র বসাক,এছাড়া ছিলেন ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ,মহাপ্রভুপাড়া পবিত্রময় সেনগুপ্ত রোডে বিগত বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী গনেশ বন্দনার আয়োজন করে ভক্তের ভগবান পুজো কমিটির সদস্যরা,এছাড়াও গণেশ বন্দনা মেতে উঠতে দেখা যায়,রানীরঘাট,বঙ্গপাড়া,বুড়োশি বতলা রোড,উডবার্ন রোড সহ নবদ্বীপের একাধিক এলাকার বাসিন্দাদের, এ বিষয়ে দুই পুজো কমিটির সদস্য কি জানালেন শোনাবো