আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎস ধর্ষণ-খুনের ঘটনা নাড়া দিয়েছে আপামর মানুষকে। এরপর থেকে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্যালে নিরাপত্তা বাড়িয়েছে স্বাস্থ্যদপ্তর।
এতদিন পর্যন্ত কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নিজস্ব সিকিউরিটি গার্ড ছিল না। পর্যাপ্ত আলোর অভাবে সন্ধ্যার পর হাসপাতাল ক্যাম্পাস অন্ধকারে ডুবে থাকত।অন্ধাকারের সুযোগে বিভিন্ন জায়গায় বসত মদের ঠেক, জুয়ার আসর। এর ফলে নিরাপত্তাহীনতায় ভুগতেন চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। বহিরাহতদের আনাগোনা, চুরি ছিনতাইয়ের মত ঘটনাও ঘটেছে বারবার।
হাসপাতালের সামনে টোটো ও বিভিন্ন যানবাহন ভিড় করে।ফলে বিভিন্ন সময়ে এ্যাম্বুলেন্স চলাচলে সমস্যা হত। তাই হাসপাতালের নিরাপত্তা জোরালো করতে উদ্যোগ নেওয়া হয়।হাসপাতাল সুত্রে জানাযায় স্বস্থ্য দফতরের নির্দেশে কালিয়াগঞ্জ হাসপাতালের নিরাপত্তার জন্য ছ’জন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে।দু’জন করে সব সময় হাসপাতালের নিরাপত্তায় থাকবেন। পাশাপাশি কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ থাকবে।যাতে কোন প্রকার অপ্রিতিক ঘটনা না ঘটে হাসপাতাল ক্যাম্পাসে।হাসপাতালে সিকিউরিটি গার্ড নিয়োগ হওয়ায় খুশি রোগীর আত্মীয় থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।