কোচবিহার: আরজিকর কাণ্ডে দোষীদের সকলকে খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোচবিহারে চাকা জাম কর্মসূচিতে শামিল হল বিজেপি কর্মী সমর্থকরা। শুক্রবার কোচবিহারে বিজেপির এই চাকা জাম কর্মসূচিকে ঘিরে যথেষ্ট আলোড়ন ছড়িয়ে পড়ে। দলের পূর্ব ঘোষিত এবং রাজ্য ঘোষিত কর্মসূচি হিসেবে এদিন কোচবিহার মরাপড়া চৌপথিতে চাকা জাম কর্মসূচিতে বন্ধ হয়ে যায় যান চলাচল। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে , দলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু প্রমুখ ও নেতৃত্ব। কোচবিহারের অন্যতম ব্যস্ততম মরাপোড়া চৌপতিতে এদিন বিজেপি দলের পক্ষ থেকে প্রায় এক ঘন্টা চলে এই কর্মসূচি। ঘটনাস্থলে উপস্থিত ছিল কোচবিহার কোতোয়ালি থানার বিরাট পুলিশ বাহিনী।
বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, আরজিকর ঘটনায় আমাদের ঘরের মেয়ে কে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তার জন্য শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ নয় গোটা বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। রাজ্যের সরকার দোষীদের কে বাঁচানোর চেষ্টা করছে।তার প্রতিবাদে রাজ্য নেতৃত্বর ঘোষিত কর্মসূচি হিসেবে আজকের এই পথ অবরোধ এবং চাকা জাম কর্মসূচি পালন করা হলো যতদিন না পর্যন্ত অপরাধীদের শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত দফাই দফায় তিলোত্তমার হত্যাকারীদের শাস্তির দাবিতে আন্দোলন করে যাবে বিজেপি।
দেখুন বিস্তারিত : https://www.facebook.com/bignewsbangali/videos/1669354853607899/