নদিয়া :রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদানের ৮৫০০০ টাকার চেক তুলে দেওয়া হলো পুজো কমিটি গুলির হাতে। এদিন নদীয়ার শান্তিপুর থানার এই চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন শান্তিপুর থানা এলাকার ১২৬ টি পুজো কমিটির হাতে এই চেক তুলে দেওয়া হয়। এই চেক প্রদান অনুষ্ঠানে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার সহ থানার একাধিক পুলিশ আধিকারিকরা, ছাড়াও ১২৬ টি পুজো কমিটির সদস্য সদস্যা রা উপস্থিত ছিলেন। তবে মুখ্যমন্ত্রীর এই অনুদান পুজো কমিটি গুলির কাছে খুবই গুরুত্ত্বপূর্ণ বলে দাবি করেন পুজো কমিটির সদস্যরা।
তবে এই পুজোর অনুদান না পেলে তাঁদের অনেক অসুবিধা হবে বলেও জানান পুজো উদ্যোক্তারা। অন্যদিকে মহিলা সমিতির পূজা উদ্যোক্তারা জানাচ্ছেন, রাজ্য সরকারের এই অনুদান শুধু পূজোর ক্ষেত্রে নয় বিভিন্ন সামাজিক কর্মক্ষেত্রেও কাজে লাগাবেন, তারা আশাবাদী আগামী বছরগুলিতে আরো হয়তো অনুদানের আর্থিক সংখ্যা বাড়বে, একটা সময় পুজো কমিটি গুলি অর্থের অভাবে অনেক কিছুর সংকটে পড়তে হয়েছিল, কিন্তু রাজ্য সরকারের এই অনুদান পাওয়ার পর থেকে অনেকটাই সচ্ছল হয়েছে তারা।