মালদা:স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এলেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের পরামর্শদাতা সৌমিত্র রায়। মালদা মেডিকেল হাসপাতালে এসেই তিনি সর্বপ্রথম কলেজ অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় এবং হাসপাতাল সুপার প্রসেনজিৎ বরের সাথে বৈঠক করেন। জানা যায় হাসপাতালের স্বাস্থ্যপরি কাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনা হয় বৈঠকে।
মাতৃমা ভবনে গিয়ে শিশু ওয়ার্ড সহ বেশ কিছু ওয়ার্ড পরিদর্শন করেন, শিশুর মা সহ রোগীর আত্মীয়দের কাছে মালদা মেডিকেল কলেজের পরিষেবা কেমন চলছে আলোচনা করেন। মাতৃমা ভবনে টয়লেট, জল ও পানীয় জলের সুব্যবস্থা আছে কিনা তা খতিয়ে দেখেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা মেডিকেল কলেজের পরিষেবা নিয়ে সাধুবাদ জানান তিনি।