আলিপুরদুয়ার:– মঙ্গলবার বিশ্বকর্মার পুজোর দিন হাতি পুজোর আয়োজন জলদাপাড়ায়।যন্ত্রের দেবতার পাশাপাশি, তাঁর বাহনের পুজোও চলছে সর্বত্র। আলিপুরদুয়ারের জলদাপাড়া জ্যান্ত হাতিরাই পুজো পেল। জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোয় হাতিদের পুজো করা, বহু বছরের পুরনো এই প্রথা।
এদিন সকাল বেলায় কুনকি হাতিদের স্নান করিয়ে, চন্দন পরিয়ে দেবজ্ঞানে পুজো করা হয়। মাহুতদের সঙ্গে বনকর্মী থেকে আধিকারিক সকলেই পুজোয় মেতে ওঠেন। বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাতি পুজো হল জলদাপাড়াতে। প্রতিবছরের ন্যায় এবছরও জলদাপাড়াতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাতি পুজো করা হয়। এদিন পুজো শেষে কুনকি হাতিদের ফল খাওয়ানো হয়। এদিন হাতি পুজো উপলক্ষে এলাকার বাসিন্দারা ও পর্যটকরা ভিড় জমিয়েছিল জলদাপাড়াতে।