আলিপুরদুয়ার:- দিনের পর দিন ডেঙ্গির গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। তাই পুজোর আগে ডেঙ্গি সংক্রমণ রুখতে বিশেষ উদ্যোগ প্রশাসনের। ডেঙ্গির সংক্রমণ কমাতে আয়োজিত হল বিশেষ সচেতনতামূলক শিবির। সোমবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ময়রারডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার করা হলো এই সচেতনতা মূলক শিবিরটি।
উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও অনিক রায় ছিলেন ফালাকাটা পঞ্চয়েত সমিতির সভাপতি সুভাষ রায় সহ ব্লক প্রশাসনের আধিকারিকেরা। জানা গিয়েছে, এই সচেতনতামূলক শিবিরটি আগামী এক সপ্তাহ ধরে চলবে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষকে বিশেষ করে সচেতন করতেই এই শিবির। তাঁদের ডেঙ্গি সম্পর্কে সচেতন করতে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে।