Monday, December 16, 2024
Homeজেলার খবরকরম পরব জঙ্গলমহল এলাকার প্রান্তিক মানুষের এক প্রাণের উৎসব

করম পরব জঙ্গলমহল এলাকার প্রান্তিক মানুষের এক প্রাণের উৎসব

পুরুলিয়া :  করম পরব জঙ্গলমহল এলাকার প্রান্তিক মানুষের এক প্রাণের উৎসব, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নিষ্ঠার সঙ্গে সৃষ্টির আদিকাল থেকে পালন করে আসছে এই উৎসব, সে কথায় জানালেন আদিবাসী কুড়মী সমাজের পুরুলিয়া জেলা কমিটির প্রাক্তন সম্পাদক তথা বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক সাধন চন্দ্র মাহাতো।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামীকাল জঙ্গলমহলের প্রাণের উৎসব করম পরব। ৭ দিন ধরে জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মা-বোনেরা বাঁশের ডালাতে বীজ থেকে অঙ্কুরোদগম করে, সেই ডালা ঘিরে নাচ এবং গান করে আসছে। আগামীকাল তারই পরিসমাপ্তি। এই করম পরব কে নিয়ে বিভিন্ন তথ্য জানালেন এই গবেষক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments