Saturday, December 21, 2024
Homeজেলার খবরকালো ঘুড়ি ও কালো বেলুন উড়িয়ে বনগাঁয় আকাশ দখল প্রতিবাদীদের

কালো ঘুড়ি ও কালো বেলুন উড়িয়ে বনগাঁয় আকাশ দখল প্রতিবাদীদের

বনগাঁ : রাত দখল, ভোর দখলের পর কালো ঘুড়ি ও কালো বেলুন উড়িয়ে এবার বনগাঁয় আকাশ দখল নিল প্রতিবাদীরা
উত্তর ২৪ পরগনার বনগাঁয় বিশ্বকর্মা পুজোর দিন কালো বেলুন ও কালো ঘুড়ি উড়িয়ে আরজিকর কান্ডের প্রতিবাদ বনগাঁর নাগরিক সমাজের। এদিন বিকাল বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহের সামনে নাগরিক সমাজের প্রতিনিধিরা হাতে কালো বেলুন ও কালো ঘুড়ি নিয়ে প্রতিবাদে সামিল হন। তিলোত্তমার বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হয় বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহ চত্ত্বর। তারপর প্রতিবাদকারীরা কালো গ্যাস বেলুন ও ঘুড়ি উড়িয়ে আকাশ দখলন নেয়।
এদিন প্রতিবাদকারীরা জানিয়েছেন, পথ দখল হয়েছে, রাত দখল হয়েছে এবার আমরা আকাশ দখল করলাম। যতদিন না তিলোত্তমা ন্যায় বিচার পাচ্ছে ততদিন আমাদের বিভিন্ন ভাবে প্রতিবাদের উৎসব চলবে।প্রতিবাদকারীরা তাদের ঘুড়িতে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান লেখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments